Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

অত্র কার্যালয়ের ভিশনঃ

১। অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত,সুশৃঙ্খলএবংউৎপাদন মূখী শক্তিতে রুপান্তর করা,

২। দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে   

    নিয়োজিত করা;

৩। জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।

 

যুবউন্নয়ন অধিদপ্তরের মিশনঃ

১। অত্র কার্যালয়ের মাধ্যমে বেকার যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রদান করা ।

৩।যুবদের ক্ষমতায়নের নিমিত্ত্বে উদ্ধুদ্ধকরন, প্রশিক্ষন প্রদান,ক্ষদ্রঋণ প্রদান ও অন্যান্য প্রয়োজনীয়

সহায়তার মাধ্যমে তাদের কর্মসংস্ধান এবং আত্নকর্মসংস্থানে নিয়োজিত করা সহ তাদেরকে

দেশের উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিটিস্তরে সম্পৃক্তকরা।

৪। বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে গোষ্ঠি উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের

    বিভিন্ন গ্রুপে সংগঠিত করা।

৫। স্থানীয় পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবংঅংশ গ্রহন মূলক উন্নয়ন প্রক্রিয়ার তাদের অংশ গ্রহন নিশ্চিত করা ।

৬। যুবদের গণ শিক্ষা কার্যক্রম, দূযোগব্যবস্থাপনা , প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা,পরিবেশ উন্নয়ন ও সম্পদ

সংরক্ষন ইত্যাদি আর্থ-সামাজিক কার্যাকলাপে সম্পৃক্তকরন এবং সমাজবিরোধী কার্যাকলাপরহিত

করন, মাদক দ্রব্যের ব্যবহার রোধ, এইচ আই ভি/ এইডস এবং এসটিডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

৭। যুবদের সিদ্ধান্ত গ্রহন মূলক প্রক্রিয়ায় অংশ গ্রহনের সুযোগ দান ।