Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিভাবে যাবেন

সড়কপথেঃ

কালুখালী উপজেলা থেকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ী সদর ও পাংশা উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। কালুখালী/চাঁদপুর বাসস্ট্যান্ডে নেমে উত্তর দিকে ২২০ মি গেলে কালুখালী উপজেলা পরিষদ। কালুখালী উপজেলা পরিষদের চতুর্থ (৪) তলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় অবস্থিত।

রেইলপথেঃ

কুষ্টিয়া বা রাজবাড়ী হতে ট্রেইনযোগে কালুখালী স্টেশন/জংশনে নামতে হবে। এরপর কালুখালী স্টেশন হতে ভ্যান/অটো রিক্সা চড়ে কালুখালী উপজেলা পরিষদে যেতে হবে। কালুখালী উপজেলা পরিষদের চতুর্থ (৪) তলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় অবস্থিত।