Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চুক্তিসমূহ

 

 

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

 

 

 

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর, কালুখালী,রাজবাড়ী

 

 

এবং

 

উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,রাজবাড়ী এর মধ্যে স্বাক্ষরিত

 

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

 

 

 

 

 

 

 

 

 

জুলাই ১, ২০২৪- জুন ৩০,২০২৫

 

 

সূচিপত্র 

 

অধিদপ্তরের কর্মসম্পাদনের সার্বিক চিত্র ------------------------------------------------------৩

উপক্রমনিকা-     ------------------------------------------------------------------------------৪

সেকশন ১:    কার্যাবলি-------------------------------------------------------------------------৫

সেকশন ২ :   কার্যক্রম, কর্মসম্পাদনসূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ -------------------------------৬

সংযোজনী ২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী এবং পরিমাপ পদ্ধতি----------------১০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসম্পাদনের সার্বিক চিত্র

 

 

সাম্প্রতিক অর্জনঃ যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যুবদের উদ্বুদ্ধকরণ,প্রশিক্ষণদান, প্রশিক্ষণোত্তর ঋণ সহায়তা ও আত্মকর্মসংস্থানের নিমিত্ত গত ০৩(তিন) বছরে  উপজেলায় ১১২০জনকে প্রশিক্ষণ প্রদান,২১২জনের মধ‌্যে ৬৯৯০০০০/- টাকা প্রশিক্ষণোত্তর ঋণ বিতরণ এবং ৩৭২ জন যুবক ও যুবমহিলাকে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। ০৩(তিন) টি জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং ০৫(পাঁচ)টি বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনকে নিবন্ধন প্রদান করা হয়েছে।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ যুব জনসংখ্যা ক্রমবর্ধমান; এ ক্রমবর্ধমান যুবসংখ্যাকে যুবশক্তিতে রূপান্তর করা একটি চ্যালেঞ্জ। যুবশক্তিকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলাসহ আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী  প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষিত যুবদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলা ও রপ্তানি করা একটি চ্যালেঞ্জ।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কার্যক্রম বাস্তবায়ন করা।নতুন নতুন প্রণীত প্রকল্প/কর্মসূচির মাধ্যমে যুবদের প্রশিক্ষণ প্রদান করা হবে। সমাজ বিরোধী কর্মকাণ্ডপ্রতিরোধে যুবদের সম্পৃক্তকরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে। ই-লার্নিং প্রক্রিয়ায় মুক্তপাঠের মাধ্যমে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমে যুবদের অধিকহারে সম্পৃক্ত করা হবে। আত্মকর্মীদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করা হবে।

২০২৪-২০২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ 

  • দেশ বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক ট্রেডে মোট ৪২০ জন যুবক যুবমহিলাকে প্রশিক্ষণ প্রদান।
  • প্রশিক্ষিত যুবদের মধ্যে ৯৩ জনকে ৩৮.৮০ লক্ষ টাকা ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা ।
  • আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপন ও সম্প্রসারণপূর্বক ১১৭ জন আত্মকর্মী সৃষ্টি।
  • সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে যুবদের সম্পৃক্তকরণের মাধ্যমে ০১টি অনুষ্ঠান আয়োজন ও জনসচেতনতা সৃষ্টি। 
  • ১টি যুব সংগঠন নিবন্ধন। 

 

 

 

 

 

উপক্রমণিকা

 

 

 

সরকারি দপ্তর/সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবস্থা নিশ্চিকরণের মাধ্যমে রূপকল্প ৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে-

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর,কালুখালী, রাজবাড়ী

 

 

এবং

 

উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,রাজবাড়ী এর মধ্যে স্বাক্ষরিত

২০২৪ সালের জুন মাসের ২৬ তারিখ এই কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হল ।

 

এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহে সম্মত হলেন ;